সাড়ে ৪ হাজার পাথরবাজদের মামলা প্রত্যাহার করে নেবে কাশ্মীর সরকার

শ্রীনগর, ৩০ নভেন্বরঃ পাথরবাজদের মূল স্রোতে ফেরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছে না জম্মু-কাশ্মীর সরকার। ডিজিপির নেতৃত্বে উচ্চ ক্ষমতাশালী একটি কমিটি গতকাল রাজ্য সরকারকে একটি প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুযায়ি ১১৫০০ টি লিখিত মামলার মধ্যে ৪৩২৭ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার নির্দেশ দিল জম্মু কাশ্মীর সরকার। বুধবার সরকারিভাবে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। প্রায় সাড়ে ৪ হাজার কাশ্মীরি যুবকের বিরুদ্ধে পাথর ছোঁড়া মামলা প্রত্যাহার করে নেবে রাজ্য সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে কোনও হিংসামূলক কাজের সঙ্গে জড়িত থাকার রেকর্ড নেই বা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে পরোক্ষ ভাবে যোগ নেই যেসব কাশ্মীরি যুবকের, খতিয়ে দেখে তাদের নাম প্রত্যাহার করা হচ্ছে মামলাগুলি থেকে।
গত বছর জুলাইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত পাথরবাজদের বিরুদ্ধে সাড়ে ১১ হাজার মামলা রুজু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2k7uhAC

November 30, 2017 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top