সিলেটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠেীই গনতন্ত্রের রক্ষাকবচ-এই শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ বছরে পা রাখলো সুজন- সুশাসনের জন্য নাগরিক। সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (১২ই নভেম্বর) পালন করা হয়েছে। এ উপলক্ষে সিলেটে শোভাযাত্রা বের করা হয়। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে বের করা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

পরে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সমাপনীকালে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ‘সুজন এর পথচলা’ নামের প্রকাশনা পাঠ করে শুনান সুজন সিলেটের সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

সমাপনী বক্তব্যে ফারুক মাহমুদ রংপুরে সনাতন ধর্মান্বলীদের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশের গনতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্টার লক্ষ্যে জন্মলগ্ন থেকেই সুজন কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১৫ বছরের পথচলায় ‘সুজন’ অনেক কিছু অর্জন করেছে। লক্ষ্য অর্জনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে সুজনকে। সিলেটের পাথর কোয়ারিগুলোতে অবৈধভাবে পাথর উত্তোলনে উদ্বেগ প্রকাশ করে তিনি আর বলেন, পাথর কোয়ারিতে দিনদিন বাড়ছে হতাহতের ঘটনা। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র আইনজীবী বেদানন্দ ভট্রাচার্য্য, জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি বদরুল আহমদ চৌধুরী, বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংসস্থার সভাপতি কাশমীর রেজা, ব্রাকের জেলা প্রতিনিধি বিভাষ তরফদার, জেলা ব্যবস্থাপক কাইয়ুম উদ্দিন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহিন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদ, সুজন সহ সম্পাদক দিলওয়া হোসেন ও মিজানুর রহমান, আমিন তাহমিদ, সুজন সদস্য অ্যাডভোকেট জাকিয়া জালাল, ইউসুফ আলী, শাহ আলম, শহীদ আহমদ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রথম আলোর ফটো সাংবাদিক আনিছ মাহমুদকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।-বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i8yKPC

November 12, 2017 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top