ঢাকা, ১২ নভেম্বর- এ নিউ প্রফেট নামক ফিচার স্ক্রিপ্ট নিয়ে ২০১৭ এর অক্টোবরে লস এঞ্জেলসের স্লোন চলচ্চিত্র সম্মেলনে অংশ নেন বাংলাদেশি কাহিনীকার ও নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। ২৭-২৯ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি সুযোগ পান এ নিউ প্রফেট নিয়ে কথা বলার। বিশ্বের সেরা নির্মাতা ও বিজ্ঞানীদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আয়োজিত ত্রিবার্ষিক এই সম্মেলনে অংশ নিয়ে এ নিউ প্রফেট তার গল্পের জোরে জিতে নিয়েছে এক লাখ মার্কিন ডলার। এই অর্থ এ নিউ প্রফেট নির্মাণের কাজে ব্যয় করা হবে। এ নিউ প্রফেট এর গল্প বাংলাদেশের মানুষকে ঘিরে। প্রযুক্তি কীভাবে মানুষকে ও মানুষের জীবনকে বদলে দেয় ইতিবাচক বা নেতিবাচক ভাবে, সেটাই এ গল্পের মূল বিষয়। এক বছরেরও বেশি সময় ধরে এ নিউ প্রফেট এর প্রস্তুতি নিয়েছেন সুমিতরা। ৯১ পৃষ্ঠা দীর্ঘ ফিচারটি রুপালী পর্দায় আনার অপেক্ষায় আছেন এখন তরুণ এই নির্মাতা। এমএ/১১:৪০/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zFiFJ4
November 13, 2017 at 05:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top