মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ১৮টি আবেদন

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে দত্তক নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৮টি আবেদন করা হয়েছে। মৌলভীবাজার শিশু আদালতে এ আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬শে ও ২৮শে নভেম্বর শিশু আদালতে শুনানি শেষে আজ ২৯শে নভেম্বর শুনানির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন শুনানি শেষে দত্ত পাওয়া নিঃসন্তান অভিভাবকের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল মতিন চৌধুরী।

জানা যায়, পুলিশ গত ২০শে নভেম্বর শাহবন্দর এলাকায় রাস্তার পাশে পাওয়া ওই নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিঃসন্তান অভিভাবকরা শিশুটিকে দত্তক নিতে শিশু আদালতে আবেদন করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ijnvHu

November 29, 2017 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top