মালদা, ২৯ নভেম্বরঃ বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে জামাত জঙ্গিরা। মালদা বা মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা। মালদা সীমান্ত ঘেঁষা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে আত্মগেপন করে থাকা জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণে নামে বিজিবি ও র্যাব। আর তাতেই খতম ৩ সন্ত্রাসবাদী। উদ্ধার হয় বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক, ১২টি শক্তিশালী ডেটোনেটর, অসংখ্য হ্যান্ড গ্রেনেড সহ বেশকিছু আগ্নেয়াস্ত্রও। কিন্তু সেইসময় বেশ কয়েকজন জামাত জঙ্গি পালাতে সক্ষম হয়। তারাই ভারতে ঢোকার চেষ্টা করছে বলে খবর পেয়ে তত্পর হয় বিএসএফও। এই ঘটনার জেরে ভারত-বাংলাদেশ সীমান্ত, মালদা ও মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ থেকে তার কাঁটা কেটে এদেশে ঢোকার চেষ্টা করে একদল দুষ্কৃতী। এই নিয়ে বিএসএফের সঙ্গে গুলি বিনিময় হয় দুষ্কৃতীদের। যদিও হতাহতের কোনো খবর নেই।
বিএসএফের দাবি, দুষ্কৃতীরা গোরু পাচারের উদ্দেশ্যে ভারতের দিকে ঢুকে পড়ার চেষ্টা করে। তবে গ্রামবাসীদের দাবি, বাংলাদেশ থেকে র্যাবের তাড়া খেয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরাই। এই নিয়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে রয়েছে তীব্র উত্তেজনা।
সংবাদদাতাঃ কল্লোল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j0XdH8
November 29, 2017 at 10:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.