ইস্কন মন্দির পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত সিলেটের ইসকন মন্দির ও সেখানকার নির্মানাধীন ছাত্রাবাস পরিদর্শন করেছেন। রোববার সন্ধ্যায় পরিদর্শণকালে রমা কান্তকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইসকন সিলেটের নেতৃবৃন্দ। যুগলটিলা ইসকন মন্দিরে ছাত্রবাসটি ভারতীয় হাই কমিশনারের অর্থায়নে নির্মিত হচ্ছে। মূলত কাজের অগ্রগতি দেখতে তিনি মন্দির পরিদর্শন করেন। ওই সময় তিনি প্রসাদও গ্রহন করেন এবং মন্দির ও ছাত্রাবাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের আইন বিভাগের পরিচালক নিধি কৃষ্ণ দাস, ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস, ইসকন সিলেটের কমান্ডার ঈষাণ নিমাই দাস ব্রহ্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী বিরেন্দ্র দাস, চৌকিদেখি মহাপ্রভু আখড়ার সেক্রেটারী জিডি রুমু, ভারতীয় হাই কমিশনার এর সহকারী কনসলার আশরাফ হোসেন, ইসকন সিলেটের ইয়ূথ ফোরামের সহকারী পরিচালক সুরনাথ নীল মাধব দাস ব্রহ্মচারী ইসকন সিলেটের সাবেক সংকীর্ত্তন বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমূখ



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2k38OZy

November 27, 2017 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top