মেয়েদের বক্সিংয়ে ইতিহাস ভারতের

গুয়াহাটি, ২৭ নভেম্বরঃ মেয়েদের যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি সোনা জিতে মেডেলের তালিকার শীর্ষে পৌঁছল ভারত। দেশকে সোনার পদক এনে দিলেন নিতু, জ্যোতি, সাক্ষী, শশী চোপড়া ও অঙ্কুশিতা বোরো।

গতকাল গুয়াহাটিতে ছিল যুব বক্সিং চ্যাম্পিয়নশিপ। দেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করতে নামেন নিতু। লাইট ফ্লাইওয়েট বিভাগে শুরুটা বেশ জমিয়ে করলেন নীতু। কাজাখ জাজিরা উড়াকবায়েভার বিরুদ্ধে ৫-০ স্কোরে জিতলেন। ২০১৮ যুব অলিম্পিকে যোগ্যতা অর্জন করে নিলেন তিনি।

এরপর নামেন ফ্লাইওয়েট বক্সার জ্যোতি। প্রতিপক্ষ রাশিয়ার একাতেরিনা মোলশোনাভা। জ্যোতিও জেতেন ৫-০ স্কোরে।

লাইট ওয়েল্টার ওয়েট ফাইনালে রাশিয়ান প্রতিনিধিকে হারিয়ে জেতেন অঙ্কুশিতা বোরো। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠেন। সাক্ষী বান্তামওয়েট ফাইনালে ভিয়েতনামের ডু হংকে ৪-১ স্কোরে হারালেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A7DX42

November 27, 2017 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top