ইউরোপে খেলার প্রস্তাব পেলেন ধীরাজ সিং

নয়াদিল্লি, ২৭ নভেম্বরঃ অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের গোলরক্ষক ধীরাজ সিং এবার বিদেশে ট্রায়ালের পথে। স্কটল্যান্ডের ক্লাব মাদারওয়েল এফসি থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। আপাতত ১ মাসের জন্য ট্রায়ালে যাবেন তিনি। শুধু তাই নয় পাশাপাশি মাদারওয়েল এফসির সিনিয়ার দলের সঙ্গে অনুশীলনের সুযোগও পাবেন ধীরাজ।

ট্রায়ালে চোখে পড়তে পারলে ধীরাজের সঙ্গে হয়তো এই ক্লাব দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে। তবে এআইএফএফের সঙ্গে এই বছর ডিসেম্বর অবধি চুক্তি আছে ধীরাজের। ডিসেম্বর অবধি তাই হয়তো ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আই লিগে খেলতে হবে। তারপর ট্রায়ালে যেতে পারবেন তিনি। ট্রায়াল অবশ্য মার্চে আই লিগ শেষ হবার পরই হবে। সেক্ষেত্রে আই লিগ খেলেই ধীরাজ ট্রায়ালে যেতে পারবেন। মূলত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভাল পারফম্যান্সের জন্যই বিদেশি ক্লাবের প্রস্তাব পেয়েছেন এই গোলরক্ষক। এখন সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন তিনি সেটা সময়ই বলবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i9p9LQ

November 27, 2017 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top