নাগপুর, ২৭ নভেম্বরঃ কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং এবং জহির খানের পর ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন রবিচন্দন অশ্বিন। পঞ্চম ভারতীয় হিসেবে ৩০০ উইকেটের গন্ডি পেড়লেন অশ্বিন। নাগপুরে শ্রীলংকার বিরুদ্ধে টেষ্টে ২ ইনিংসে ৮ উইকেট নিয়ে নজির গড়লেন এই তারকা স্পিনার।
৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছতে এই স্পিনারের লাগল মাত্র ৬ বছর। মাত্র ৫৪ ম্যাচেই ৩০০ উইকেট নিয়ে অশ্বিন গড়েছেন এই বিশ্ব নজির। তিনিই এখন বিশ্বের সবথেকে কম টেস্ট খেলে ৩০০ উইকেট নেওয়া ক্রিকেটার। ভারতীয় হিসেবে ৬৬ ম্যাচে ৩০০ উইকেট নিয়ে এই তালিকায় আছেন অশ্বিনের প্রাক্তন হেডস্যার অনিল কুম্বলেও। তবে এত কম ম্যাচ খেলে ৩০০ উইকেট পাওয়ার নজির এর আগে কোনও ভারতীয় বোলারের ছিল না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AAO2rg
November 27, 2017 at 02:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন