নাগপুর, ২৭ নবেম্বরঃ প্রত্যাশামতই শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে হারিয়ে জয় পেল বিরাটবাহিনী। তিন টেস্টের সিরিজের ১-০ এগিয়ে গেল ভারত। ইডেনে প্রথম টেস্ট ড্র হয়েছিল। সিরিজের শেষ টেস্ট ফিরোজ শাহ কোটলায় শনিবার থেকে।
চার উইকেট নেন আর অশ্বিন। ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। কোহলি-পূজারাদের ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৬১০ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এই টেস্টে কোহলি নিজের পঞ্চম ডাবল সেঞ্চুরি করেন। আউট হন ২১৩ রানে। পূজারা ১৪৩ রান, মুরলী বিজয় ১২৮ রান করেন। রোহিত শর্মা ১০২ রান করে নট আউট ছিলেন।
প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা। এদিন এক উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে লংকাবাহিনী। কিন্তু লাঞ্চের পরই ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা ইনিংস। দেড় দিন বাকি থাকতেই টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংস চার উইকেট নিয়ে ৩০০ মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৪টি টেস্টে এই রেকর্ড করেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A8X1zs
November 27, 2017 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন