নোট বাতিলের বর্ষপূর্তিঃ প্রতিবাদে টুইটারের ডিপি কালো করার ডাক মমতার

কলকাতা, ৬ নভেম্বরঃ নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদি সরকারকে সাঁড়াশি আক্রমণে বিরোধীরা। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীকে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর কটাক্ষ। এরপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ। সঙ্গে ৮ নভেম্বর টুইটারের ডিপি কালো করার ডাক দিলেন মমতা।

আগামী ৮ নভেম্বর নোট বাতিলের একবছর পূর্তির প্রতিবাদে কালা দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। এদিন টুইটারেও নোট বাতিলের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন নেত্রী। এদিন তিনি টুইটে বলেন, ‘নোট বাতিল একটা বিপর্যয়। নোট বাতিল দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ৮ নভেম্বর এর প্রতিবাদে টুইটারের ডিপি কালো করুন।’

এখানেই শেষ নয়। কেন্দ্রীয় সরকারের জিএসটি চালুর সিদ্ধান্ত নিয়েও ফের একবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জিএসটি-কে ‘গ্রেট সেলফিস ট্যাক্স’ বলে কটাক্ষ করেন তিনি ।

এদিন মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘গ্রেট সেলফিস ট্যাক্স মানুষকে নাজেহাল করতে চালু করে হয়েছে। চাকরি ছিনিয়ে নিতে, ব্যবসার ক্ষতি করতে চালু করা হয়েছে জিএসটি। অর্থনীতিকে পুরো শেষ করে দিতে। পরিস্থিতি সামালাতে পুরো ব্যর্থ সরকার।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hJAaQF

November 06, 2017 at 03:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top