বেজিং, ৬ নভেম্বরঃ রবিবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন অরুণাচল প্রদেশ ও চিনের সীমান্তবর্তী আনজো জেলায় সেনা ছাউনিতে গিয়েছিলেন। তবে তাঁর এই সফরে আগে থেকেই আপত্তি ছিল চিনের। সোমবার চিনের তরফে জানানো হয়েছে, ওই অঞ্চলে প্রতিরক্ষামন্ত্রীর যাওয়া একেবারেই উচিত হয়নি। শান্তি বিঘ্নিত হচ্ছে।
গতকাল চিন সীমান্ত ঘেঁষা এলাকায় সেনাবাহিনীর প্রস্তুতি কতটা, তা দেখতেই এই সফর প্রতিরক্ষামন্ত্রীর। সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাত্কারে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং এই সফরে কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘ভারত-চিন সীমান্তের পূর্ব এলাকাটি বিতর্কিত একটি স্থান। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ওই এলাকায় যাওয়া পরিবেশ নষ্ট করতে পারে। এবিষয়ে চিনের সঙ্গে ভারতের আলোচনা করা উচিত। আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। উভয় দেশের স্বার্থ বজায় রেখে চিনের সঙ্গে মিলেমিশে কাজ করা উচিত ভারতের।’
উল্লেখ্য, অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চিন। তাই সেখানে কোনো ভারতীয় মন্ত্রী অথবা উচ্চ আধিকারিকের যাওয়া কোনোদিনই ভালো চোখে দেখেনি চিন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zg13FT
November 06, 2017 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন