তিরুঅনন্তপুরম, ৮ নভেম্বরঃ তৃতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
মঙ্গলবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এদিনই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এদিনই বৃষ্টির জন্য খেলা প্রায় ভেস্তে যেতে বসেছিল। অবশেষে, ৮ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক। আট ওভারে ৫ উইকেটের বিনিময়ে মাত্র ৬৭ রান তুলতে সক্ষম হন ভারতীয় ব্যাটসম্যানরা। গোটা ইনিংসে মাত্র ৭ টি চার ও ৩ টি ছক্কা হয়।
কিন্তু ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে এই রানও তাড়া করতে ব্যর্থ হয় কিউইরা। বুমরাহ ২ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। চাহাল উইকেট না নিলেও, অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ বোলিং করেন (২ ওভারে ৮ রান)। ভূবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব ১ টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন বুমরাহ। সিরিজ সেরাও তিনি। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বিরাট-বাহিনী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ArfTqL
November 08, 2017 at 11:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন