নয়াদিল্লি, ৮ অক্টোবরঃ স্কুলে পরীক্ষা ভণ্ডুল করতে চেয়েছিল একাদশ শ্রেণির ছাত্রটি। স্কুল যাতে ছুটি হয়ে যায় সেজন্য স্কুলের টয়লেটে সে খুন করেছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুমনকে। রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে গত ৮ সেপ্টেম্বর খুন হয়েছিল প্রদ্যুমন ঠাকুর। সে খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। তড়িঘড়ি গুরগাঁও পুলিশ গ্রেফতার করে স্কুলবাসের কন্ডাক্টরকে। পুলিশ জানায়, জেরার মুখে সে স্রীকার করেছে প্রদ্যুমন যৌন হেনস্তায় বাধা দেওয়ায় সে খুন করেছে তাকে। কিন্তু প্রদ্যুমনের পরিবার তা মানতে চায়নি। তাদের চাপেই ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হরিয়ানা সরকার।
দু-মাস পর একদিন টানা জেরার করে মঙ্গলবার গ্রেফতার করা হয়ে স্কুলেরই একাদশ শ্রেণির এক ছাত্রকে। ধৃত ছাত্রের বাবা জানিয়েছেন, তাঁর ছেলেই প্রথম প্রদ্যুমনকে মৃত অবস্থায় দেখেছিল। সিবিআই তাঁকে জানিয়েছে, তাঁর ছেলে স্কুলের পরীক্ষা ভণ্ডুল করতেই এমন ভয়ংকর কাজ করেছে। তাঁর অভিযোগ, ঘটনায় তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। সিবিআই অবশ্য এ ব্যাপারে কিছু জানায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yEPbO1
November 08, 2017 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন