মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘সূচনা প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ’র উদ্যোগে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা ও ইউনিয়নের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিআরডিবি মিলনায়তনে মঙ্গলবার সকালে “সূচনাঃ বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস” শীর্ষক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন সূচনা’র গভনের্স-কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার সুরঞ্জনা সিনহা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।
প্রশিক্ষণে আলোচনায় উঠে আসে- সুস্থ জীবন চক্রের জন্য মানুষ হিসেবে পরিবারে ছেলে-মেয়ের ভেদাভেদ কমিয়ে পরিবারের সবারই সমভাবে পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন। এরমধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজনীয়তা বেশি রয়েছে। কারণ গর্ভধারণ, সন্তানকে জন্মদান ও মাতৃদুধ পান করানোর জন্য মহিলাদের শরীরে অধিক পরিমাণ পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে। সুস্থ-সবল ও নিরাপদে সন্তান প্রসবের জন্য মায়েদেরকে (মেয়েদের) সচেতন থাকতে হবে আর মেয়েদের শরীরে পুষ্টিগুণ সঠিক রাখতে পরিবারের সদস্যদেরকে হতে হবে অধিক দায়িত্বশীল।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউপি সচিব বিজিত সরকার, সদস্য (মেম্বার) আবদুল জলিল হিরণ, ফজর আলী, ইউনুস আলী, শামীম আহমদ, আবদুল মোমিন মামুন, জহুর আলী, শাহনেওয়াজ আহমদ সেলিম, হেলাল আহমদ, লাকী বেগম, করিমুন নেছা, সাবেক সদস্য আবদুস শহিদ, ইজার আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, রাজনীতিবিদ শাহ আলম খোকন, ব্যবসায়ী তুরাব আলী, সংগঠক সাইদুল ইসলাম প্রমুখ’সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ArUfCH
November 08, 2017 at 11:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন