ওয়েব ডেস্ক, ৮ নভেম্বরঃ নোটবন্দির এক বছরের মাথায় যুযুধান শাসকদল বিজেপি আর বিরোধীরা। দীর্ঘ পাঁচ বছরের ব্যবধানে নরেন্দ্র মোদির-অরুণ জেটলিদের চোখে চোখ রেখে কথা বলছেন রাহুল গান্ধি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ২৮২ আসনে জেতার পর কংগ্রেস তাদের ৪৪টি আসনে কার্যত মুখ লুকোবার জায়গা খুঁজছিল। নরেন্দ্র মোদি-অমিত শা-অরুণ জেটলিরা শুধু যে দেশ নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে মোদি তখন রোল মডেল। এক বছর আগে সেই ইমেজে ভর করেই মোদি নোটবন্দি করে বলেছিলেন, কালো টাকা উদ্ধার হবে লক্ষ কোটির, দেশে অচ্ছে দিন আসবে। সেসব কতটা এসেছে তা বিতর্ক সাপেক্ষ। তবে সাদা চোখে ছবির রং খুব একটা উজ্জ্বল নয়।
ভোট বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, নোটবন্দি একটা কাজ করেছে—মৃতপ্রায় কংগ্রেসকে আইসিইউ থেকে বের করে এনে রাজনৈতিক ময়দানে নামিয়েছে। মোদি এই কৃতিত্ব অবশ্যই কংগ্রেস মনেপ্রাণে মানবে। মোদির ভাষায় বাচ্চা রাহুল যেসব অপ্রিয় প্রশ্ন করছেন তার জবাব দিতে বিজেপি নেতারা হিমশিম খাচ্ছেন। আন্তর্জাতিক মঞ্চেও রাহুল পরিণতভাবে পরিস্থিতি সামলাচ্ছেন। ভারতীয় রাজনীতিতে বিরোধীদের এভাবে অক্সিজেন আর কোনো প্রধানমন্ত্রী আগে দেননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hRq1kP
November 08, 2017 at 10:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন