চাঁপাইনবাবগঞ্জে বুধবার রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী পালন করেছে শিার্থীদের সংগঠন সূর্য়কিরন রক্তদান সংস্থা। শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রায় আড়াইশো জনের রক্তের গ্রুপ নির্নন করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন তার রক্তের গ্রুপ নির্নন করেন।
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের নিয়েই যাত্রা শুরু হয় সূর্য়কিরন রক্তদান সংস্থাটির। এর ফেসবুক গ্রুপের এ্যাডমিন মায়া আক্তার বাঁধন জানান, সবাইকে রক্ত দানে উৎসাহিত করতেই আমরা বিভিন্ন জেলায় আমাদের ফেসবুক গ্রুপের বন্ধুদের সহযোগিতায় এ ধরনের কর্মসূচী করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা চাঁপাইনবাবগঞ্জে কাজ করছি। এখানে আমরা প্রায় আড়াই শো জনের রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি তাদের তথ্য আমরা সংরন করব। যাতে তাদের আমরা জানালে তারা কারো প্রয়োজনে রক্ত দিতে পারে।
কর্মসূচীতে অংশ নিয়েছে হাবিবুল বাসার, তহিদুল ইসলাম, মরশালিন, রিফাত, শাহরিয়া নাজিম জয়, ফারুক আহম্মেদ, আসিকুর রহমান, হৃদয় হোসেনসহ সূর্যকিরনের ২৫ জন স্বেচ্ছাসেবী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-১৭
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের নিয়েই যাত্রা শুরু হয় সূর্য়কিরন রক্তদান সংস্থাটির। এর ফেসবুক গ্রুপের এ্যাডমিন মায়া আক্তার বাঁধন জানান, সবাইকে রক্ত দানে উৎসাহিত করতেই আমরা বিভিন্ন জেলায় আমাদের ফেসবুক গ্রুপের বন্ধুদের সহযোগিতায় এ ধরনের কর্মসূচী করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা চাঁপাইনবাবগঞ্জে কাজ করছি। এখানে আমরা প্রায় আড়াই শো জনের রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি তাদের তথ্য আমরা সংরন করব। যাতে তাদের আমরা জানালে তারা কারো প্রয়োজনে রক্ত দিতে পারে।
কর্মসূচীতে অংশ নিয়েছে হাবিবুল বাসার, তহিদুল ইসলাম, মরশালিন, রিফাত, শাহরিয়া নাজিম জয়, ফারুক আহম্মেদ, আসিকুর রহমান, হৃদয় হোসেনসহ সূর্যকিরনের ২৫ জন স্বেচ্ছাসেবী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2yKyT2l
November 15, 2017 at 12:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.