রায়গঞ্জ, ১৫ নভেম্বরঃ এক মন ধানের অধিকার নিয়ে দুই সতীনে মধ্যে বচসা। অভিমানের জেরে গায়ে আগুন দিলেন একজন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম হন ব্যক্তি। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে করনদিঘি থানার আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলতাপুর গ্রামে।
১১ নভেম্বর বিকেলে আলতাপুর গ্রামের বাসিন্দা খগেন দাসের দুই স্ত্রী পান্তি দাস ও কালকি দাসের মধ্যে এক মন ধানের অধিকার নিয়ে বচসা বাধে। সেই ধানের অধিকার না পেয়ে অভিমানে পান্তিদেবী ঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। খগেনবাবু তাঁর স্ত্রীকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে বুধবার হাসপাতালেই মারা যান পান্তিদেবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত চলছে বলে জানায় রায়গঞ্জ থানার পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zZ7QUY
November 15, 2017 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন