ঢাকা, ১০ নভেম্বর- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত (৪ নভেম্বর) ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় (বিপিএল)র পঞ্চম আসর। বিপিএলের পঞ্চম আসরে এবার খেলছে ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স, এবং সিলেট সিক্সার্স। বিপিএলের পঞ্চম আসর এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিলেট, ঢাকা ও চট্টগ্রাম। গত ৮ নভেম্বর বিপিএলের সিলেট পর্ব শেষ হয় কিন্তু সিলেট পর্বে বিপিএলের টিকিট নিয়ে হয়েছে সংঘর্ষ। বেশির ভাগ টিকিটিই চলে গেছে কালোবাজারিদের হাতে। ক্রিকেট প্রেমীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পাননি। পুলিশের লাঠিচার্জে আঘাত প্রাপ্ত হয়ে খালি হাতে ফিরে গেছেন অনেক ক্রিকেট প্রেমী দর্শক। তবে ঢাকা পর্বে টিকিট নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি। আরিফুর ইসলাম নামের এক ক্রিকেট প্রেমী বলেন, অনলাইনে সহজ ডটকম থেকে টিটিক কিনেছি। এখন টিকিটের মূল কপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দেখেন অনলাইনে টিকিট কেনার কারণে টিকিটগুলো কালোবাজারিদের হাতে যাচ্ছে না। এদিকে সকাল থেকে টিকিটের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ মিরপুর ১০ নম্বর পর্যন্ত অনেক ভিড় দেখা যায়। টিকিট মূল্য: পূর্ব গ্যালারি ২০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০, ভিআইপি ৫০০ এবং ক্লাব হাউস ৫০০০ টাকায় পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) তে পাওয়া যাবে বিপিএলর টিকিট। এছাড়া দর্শকরা অনলাইনেও টিকিট কিনতে পারবে বিপিএলর টিকিট। অনলাইনে নিচের ঠিকানাগুলো থেকে টিকিট কিনতে পারেন:- WWW.SHOHOZ.COM, http://ift.tt/2hooJAZ ও www.gadgetbangla.com আর/০৭:১৪/১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jezPJk
November 10, 2017 at 11:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top