কলকাতা, ১০ নভেম্বর- তিনি মুডি হতে পারেন কিন্তু পেশাদারও। জন্মদিনের স্পেশ্যাল শ্যুটে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকায় আনন্দ প্লাসের জন্য নির্দিষ্ট সময়েই রাইমা রেডি। রাইমাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির মত, রাইমা বিয়ের দিনও পালাতে পারে! উত্তরে রাইমা জানান, মাছ মিষ্টি এন মোরএ মৈনাক তো দেখিয়েছে কনে অবস্থায় আমি পালাচ্ছি। সো এনিথিং ইজ পসিবল। সত্যিই বিয়ের দিনও আমি পালাতে পারি। রাইমার কথা শুনে পাশ থেকে মেকআপ আর্টিস্টও সায় দিলেন, এগুলো শুনলে লোকে আমার বিয়েতে আসবেও না। ভাববে, বিয়ের দিন কী কাণ্ডই না হবে! সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mcJG39
November 10, 2017 at 11:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top