গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। নিহত যুবক জাফলংয়ের পাথর টিলা জুমপাড় এলাকার চন্দ্র বিশ্বাসের ছেলে ফরিন্দ্র বিশ্বাস (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফরিন্দের স্ত্রী প্রেমন্ত বিশ্বাস’র সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। তারপর অভিমানে বাসা থেকে বের হয়ে সকাল দশটায় বাড়িতে এসে ভাত খায়। এসময় প্রেমন্ত বিশ্বাস ঘুমিয়ে পড়লে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zZvKwL

November 21, 2017 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top