ঢাকা, ১৩ নভেম্বর- জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন পেশা বেছে নিচ্ছেন। নিজের বেশির ভাগ সময় দিচ্ছেন অফিস-আদালত কিংবা অন্যকোথাও। বিনিময়ে নিচ্ছেন পারিশ্রমিক। ওই সব কর্মজীবী মানুষদের অবসর সময়ে একটু আনন্দ দিতে প্রতি নিয়তই কষ্ট করে যাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা। তারাও কিন্তু নিজেদের কাজের বিনিময়ে হাকাচ্ছেন মোটা অংকের পারিশ্রমিক। যেসব শিল্পী প্রতিনিয়ত তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনাদের একটু বিনোদনের ব্যবস্থা করে যাচ্ছেন। বিনিময়ে পারিশ্রমিক হিসেবে কতো টাকা নিচ্ছেন তারা, সেটা কী আপনি জানেন? জানেন কী আপনার পছন্দের তারকার পারিশ্রমিক কতো? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এই প্রতিবেদন থেকে। আপনার প্রিয় নায়িকা কত পারিশ্রমিক হাকান। এসব প্রশ্নের উত্তর জানতে এই প্রতিবেদক যোগাযোগ করেছিলেন বর্তমান সময়ের কয়েকজন পরিচালক-প্রযোজকের সঙ্গে। তারা জানিয়েছেন ছবি প্রতি কোন নায়িকা কতো টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সে বিষয়ে। অপু বিশ্বাসঃ শাকিবের সঙ্গে দীর্ঘদিন জুটি ছিল অপু বিশ্বাসের। তখন হিট নায়িকাও ছিলেন। বর্তমানে এই নায়িকার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে বললে হয়তো একদমই ভুল হবে না। কারণটাও ইতোমধ্যেই সবার জানা। অপুর পারিশ্রমিক কখনো এক স্তানে সমিাবদ্ধ থাকে না। কখনো তিনি ছবি প্রতি নিয়ে থাকেন ৮ লক্ষ টাকা আবার কখনো নেন ৫-৬ লক্ষ টাকা। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সম্প্রতি আবারো তিনি ফিরছেন চলচ্চিত্র অভিনয়ে। তবে নতুন ছবিগুলোতে অপুর পারিশ্রমিক অনেকটাই কমে গেছে বলে জানা যায়। তবে কমে কতো টাকা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে অনেকেই ধারণা করছেন যদি কমেও যায় তার পরও খুব বেশি যে কমিয়েছেন অপু তা কিন্তু নয়। আগে যদি ৮ লক্ষ টাকা নিলে এখন হয়তো তিনি নেবেন ৬ লক্ষ টাকা। অপুর ক্যারিয়ার শুরু হয়েছিল ৩ লক্ষ টাকা দিয়ে। মাহিয়া মাহিঃ ১ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও মাহি এখন মোটা অংকের টাকা না হলে অভিনয় করেন না। ক্যারিয়ার শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই তিনি পারিশ্রমিকের দিক থেকে অনেক পুরোনো নায়িকাদের হার মানিয়েছেন। মাঝে মাহি ছবি প্রতি ১০ লক্ষ টাকা নিলেও এখন কমেছে অগ্নি কন্যার পারিশ্রমিক। তিনি এখন ছবি প্রতি নিচ্ছেন ৮ লক্ষ টাকা। তবে কোনো কোনো ছবিতে এর থেকেও অনেক কম নিয়েই তিনি অভিনয় করছেন বলে দাবি অনেকের। বিদ্যা সিনহা মিমঃ প্রথম ছবিতে মিম ১০ লক্ষ টাকা নিয়েছিলেন এটা অনেকেরই জানা। এরপর সুইট হার্টর পারিশ্রমিক কমে গিয়েছিল অনেকটাই। তবে আবারো তার পারিশ্রমিক বেড়েছে। বেড়েছে বললে একটু কমই বলা হবে। বলা যায় প্রযোজকদের কাছে হু হু করেই বাড়ছে মিমের চাহিদা। সে অনুযায়ী এই নায়িকাও নিচ্ছেন সুযোগ। ছবি প্রতি আবারো তিনি দাবি করছেন মোটা অংকের পারিশ্রমিক। পরীমণিঃ ক্যারিয়ারের প্রথম ছবিতে পরীমনি পারিশ্রমিক নেন ৩ লক্ষ টাকা। তবে এখন তিনি ৫ লক্ষ টাকার নিচে কোনো ছবিতে রাজি হন না বলে খবর রয়েছে। তবে অেেনকই বলেছেন যৌথ প্রযোজনার ছবি রক্ততে পরীমনির পারিশ্রমিক ছিল ১০ লক্ষ টাকা। ববিঃ পারিশ্রমিকের দিক দিয়ে ববিও রয়েছে অনেকটাই এগিয়ে। শুরুতে তিনি নাম মাত্র একটি পারিশ্রমিক নিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন এই নায়িকা ছবি প্রতি হাকাচ্ছেন ৬ থেকে ৭ লক্ষ টাকা। তবে কোনো কোনো ছবিতে এর থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি এমনটাও গুঞ্জন রয়েছে মিডিয়া পাড়ায়। নুসরাত ফারিয়াঃ ক্যারিয়ার শুরু করেছেন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে। প্রথম থেকেই তার অভিনীত ছবিগুলোর বাজেট ছিল সীমাহিন। সে দিক থেকে তিনিও নিয়েছেন মোটা অংকের পারিশ্রমিক। ১০ লক্ষ টাকা দিয়ে শুরু করেছেন ফারিয়া। এখনও তিনি ১০ লক্ষ টাকার নিচে আসেননি কোনো ছবিতে। তবে ১০ লক্ষর বেশিও তিনি কোনো ছবিতে দাবি করেননি। মৌসুমীঃ দীর্ঘদিনের ক্যারিয়ারে মৌসুমীর পারিশ্রমিক ওঠা নামা করেছে বেশ কয়েক বার। তিনি এখন অন্যান্য নায়িকাদের থেকে অনেক কমেই রাজি হন নতুন ছবিতে অভিনয় করতে। সম্প্রতি যেগুলো ছবিতে মৌসুমীকে দেখা যাচ্ছে অভিনয় করতে সেগুলোতে তিনি পারিশ্রমিক নিয়েছেন ৪ থেকে ৫ লক্ষ টাকা। তবে অনেকেই ধারণা করছেন সম্পর্কের খাতিরে আরো কমেই তিনি রাজি হন কাজ করতে। পূর্ণিমাঃ পূর্ণিমা ক্যারিয়ার শুরু করেছিলেন নাম মাত্র একটি পারিশ্রমিক নিয়ে। তবে খুব অল্প সময়েই তার পারিশ্রমিক উঠে যায় শীর্ষে। তবে মাঝে এই নায়িকা বিয়ে করে স্বামী সন্তানকে দিয়েছেন সময়। যে কারণে তাকে নিয়মিত আর চলচ্চিত্র অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি হৃদয়ের কথার এই নায়িকা ভবঘুরে নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে তিনি ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর রয়েছে। জয়া আহসানঃ দুই বাংলাতে সমানতালে জনপ্রিয় জয় আহসান। তবে পারিশ্রমিকের দিক থেকে তিনি একটু পিছিয়ে রয়েছে বলে জানা যায়। জয়া এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৫ লক্ষ টাকা। শবনম বুবলীঃ সংবাদ পাঠিকা থেকে হয়েছেন নায়িকা। শুরুতেই মোটা পারিশ্রমিক নিয়ে যাত্রা হয়েছে শবনব বুবলীর। শাকিবের বিপরীতে অভিনয় করার সুবাদে তিনিও হাকাচ্ছেন মোটা অংকের পারিশ্রমিক। তবে অনেক প্রযোজক ও পরিচালকই এটা মানতে নারাজ। তার পরও একটি অশুভ ছায়া বুবলীর পাশে থাকার কারণে পারিশ্রমিক কমানোর কথা বলতে পারছেন না তার ছবির প্রযোজরা। শুরু থেকেই বুবলী পারিশ্রমিক নিচ্ছেন ৬ থেকে ৭ লক্ষ টাকা। এমএ/১:০০/১৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AD75hF
November 13, 2017 at 07:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন