সুরমা টাইমস ডেস্ক :: রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে মঙ্গলবার ( ২৮ নভেম্বর) শেষ হচ্ছে দূত সম্মেলন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও দূতরা সন্ধ্যা ৭টায় তার সঙ্গে নৈশ ভোজে অংশ নেবেন। সেখানে রাষ্ট্রদূতদের নির্দেশনামূলক বক্তব্যও দেবেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ এই প্রথমবারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে এ সম্মেলন শুরু হয়েছে।
দূত সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) হোটেল সোনারগাঁয়ে সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়।
‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলন গত রোববার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।
সময়সূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও বিকেল চারটায় সমাপনী আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। তারা কূটনীতি বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iZ7gfR
November 28, 2017 at 12:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন