সুরমা টাইমস ডেস্ক :: ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের ছোট ভাই সদ্য প্রয়াত আনোয়ার হোসেন স্মরণে শোকসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে রোববার বিকেলে প্যারিসের প্যারিজিয়ান রেষ্ট্রুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে ফ্রান্স আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম , রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, উপদেষ্টা আব্দুল হান্নান, সহ-সভাপতি সোহরাব মৃর্ধা, সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী , সাহেদ আলী, গোলাম মোরশেদ পাটোয়ারী, জহিরুল হক , এমদাদুল হক স্বপন , ফয়সল উদ্দিন , নিয়াজ উদ্দীন চৌধুরী হীরা , সৈয়দ রেজা শাকিল , খালেদ গোলাম কিবরিয়া , জহিরুল ইসলাম বিপ্লব, এইচ এম ইকবাল, সেলিম উদ্দীন, খালেকুজ্জামান, আলী আহমেদ জুবের, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী, মুক্তিযোদ্ধা সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক পারভেজ রশিদ খাঁন, কৃষি সম্পাদক মাহমুদুল হক, মানবাধিকার সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ, সদস্য জাহিদ হোসেন, সাঈদ আহমদ, জনসংযোগ সম্পাদক তাজউদ্দিন তাজ , সহ তথ্য ও গবেষনা সম্পাদক রবিউল হোসেন, সহ দফতর সম্পাদক জাহেদ উর রশিদ, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল, কাজী আনোয়ার, রেজাউল করিম রনি, ছাত্রলীগ সহ সভাপতি হোসেন মুন্না প্রমুখ৷
শোকসভায় বক্তারা বলেন, দেশ স্বাধীনের সময়ই পাকিস্থানী দোসররা যেমন স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের হত্যা, খুন গুম করতে দ্বিধা করেনি, তেমনি যখন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন ওই নরপিচাশরা আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের হত্যায় মেতে উঠেছে।
সর্বশেষ, বিয়ানীবাজার পৌর শহরে দিনে দুপুরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়েছে।
বক্তারা অবিলম্বে ওই নরপিচাশ খুনিকে গ্রেফতার পরবর্তী ফাঁসির দাবি জানান।
পরে মাওলানা হাফিজ ওয়াহিদুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i9rgiH
November 28, 2017 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন