ডু ওর ডাই ম্যাচে মুখোমুখি ইতালি-সুইডেন

মিলান, ১৩ নভেম্বরঃ সুইডেন বনাম ইতালির বিশ্বকাপ প্লে-অফের ম্যাচের আগে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। আজ ইতালি বনাম সুইডেনের দ্বিতীয় পর্বের ম্যাচ। প্রথম পর্বের ম্যাচ হেরে দারণ চাপে ইতালি। সান সিরোয় না জিততে পারলে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। একই সঙ্গে শেষ হয়ে যেতে পারে বুফনের আন্তর্জাতিক ফুটবল জীবনও।

রবিবার বুফন বলেছেন, ‘আমরা জানি শেষ ম্যাচে আমরা সুইডেনের কাছে হেরে গিয়েছি। কিন্তু যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাদের মনে রাখতে হবে, আমাদের হাতে আরও নব্বই মিনিট আছে। আমাদের ওই নব্বই মিনিট কাজে লাগাতে হবে।’

৩৯ বছরের বুফনের সামনে হয়তো এটাই শেষ ম্যাচ। কিন্তু ইতালির কিংবদন্তি গোলকিপার সে সব নিয়ে ভাবতে চান না। তিনি শুধু টিমের কাছ থেকে একটা জিনিসই চান। মাথা উঁচু করে লড়াই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zELxkn

November 13, 2017 at 03:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top