ব্র্যাডম্যানকে টপকে নতুন রেকর্ড কোহলির

নাগপুর, ২৬ নভেম্বরঃ গড়লেন নতুন রেকর্ড। টেস্টে পঞ্চম ডাবল সেঞ্চুরি করে সুনীল গাভাস্করকে টপকে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন বিরাট। শুধু তাই নয়, ক্যাপ্টেন হিসেবে টপকে গেলেন ডোনাল্ড ব্র্যাডম্যানকেও। তাঁর ছিল ৪টি ডাবল সেঞ্চিরির রেকর্ড।

অধিনায়ক হিসেবে পঞ্চম ডাবল সেঞ্চুরি করে প্রাক্তন ক্যারিবিয়ান ক্যাপ্টেন ব্রায়ান লারাকে ছুঁয়ে ফেললেন বিরাট। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির নিরিখে ৬টি করে ডাবল সেঞ্চুরি করে বিরাটের আগে রয়েছেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগ। বিরাটের ব্যাটে প্রথম ডাবল সেঞ্চুরি আসে গত বছর ক্যারিবিয়ান সফরে।

একই সঙ্গে বিরাট এদিন গড়লেন আরও একটি রেকর্ড। একটি ক্যালেন্ডার বছরে বিরাট ১০টি শতরান করলেন তিনি। অধিনায়ক হিসেবে এটা বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের। টেস্ট কেরিয়ারে ১৯তম সেঞ্চুরি করেন ক্যাপ্টেন কোহলি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BnZh3t

November 26, 2017 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top