টরন্টো, ২৬ নভেম্বর- বাংলা টেলিভিশন কানাডার আয়োজনে সুরের ধারা সিরিজের ষষ্ঠ অনুষ্ঠানটি টরন্টোর মূলধারার অন্যতম সম্মানজনক ফেয়ারভিউ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়ে গেল গত ১৮ নভেম্বর সন্ধ্যায়। প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতি প্রসার ও প্রচার উদ্যোগের অংশ হিসেবে বাংলা টিভি কানাডার এ আয়োজন। সুরের ধারা -০৬ শিরোনামের এই অনুষ্ঠানটির প্রথম পর্বে কন্ঠশিল্পী মোনালিসা চৌধুরী পরিবেশন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং দ্বিতীয় পর্বে কাজী নজরুল ইসলামের গান গেয়েছেন পন্ডিত প্রসেনজীৎ দেওঘরীয়া। দর্শনী উন্মুক্ত এ অনুষ্ঠানটি অডিটোরিয়মের শতশত দর্শক পিনপতন নীরবতায় উপভোগ করেছেন। কেবলমাত্র পূর্ব নির্বাচিত ও আমন্ত্রিত শ্রোতারাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যন্ত্রশিল্পীরা ছিলেন; তবলায় দোলন সিনহা, কী-বোর্ডে মামুন কায়সার এবং মন্দিরায় অরূপ মুখার্জী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফ্লোরা শুচি। প্রথম পর্বে মোনালিসা চৌধুরী মোট ১৪টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। বাজাও তুমি কবি, আমার খেলা যখন ছিল তোমার সাথে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে, নিবিড় ঘন আঁধারে, শাঙনগগনে ঘোর ঘনঘটা, দিবস রজনী আমি যেন কার, আমার মন মানে না দিনরজনী, তরী আমার হঠাৎ ডুবে যায় প্রভৃতি গানগুলি একে একে গেয়ে শোনান। রবীন্দ্রনাথের গানে সুশিক্ষিত এবং তা পরিবেশনায় সুদক্ষ ললিত কন্ঠের অধিকারিণী মোনালিসার গীত গানগুলো উপস্থিত রবীন্দ্রভক্ত শ্রোতারা প্রাণভরে উপভোগ করেছেন। ২৫ মিনিটের একটি বিরতীর পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চে আসেন পন্ডিত প্রসেনজীৎ দেওঘরীয়া। পন্ডিত দেওঘরীয়া ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম স্তম্ভ ইন্দোর ঘরানায় প্রশিক্ষিত। একটানা একঘন্টা চৌদ্দ মিনিটের পরিবেশনায় মি: দেওঘরীয়া একে একে গেয়ে শোনান ১২টি নজরুলগীতি। অরুণকান্তি কে গো যোগী ভিখারি, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, চৈতালী চাঁদনী রাতে, সই ভাল করে বিনোদ বেনি, চাঁদ হেরিয়ে চাঁদ মুখ তার, কাছে আমার নাই বা এলে, গানগুলো পিনপতন নীরবতায় দর্শকেরা উপভোগ করেছেন। বাংলা টেলিভিশন কানাডার নিয়মিত অনুষ্ঠানগুলোতে ব্রডকাষ্টের উদ্দেশ্যে পুরো অনুষ্ঠানটির ভিডিও চিত্র চারটি পৃথক ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভিডিও চিত্র ধারণের দায়িত্বে ছিলেন বাংলা টিভির এফ. জে. গিলবার্ট এবং স্নিগ্ধা চৌধুরী। অনুষ্ঠানটির সাজসজ্জা ও শিল্প নির্দেশনায় ছিলেন চিত্রশিল্পী নুরুন্নাহার সুপ্তি। বাংলা টেলিভিশনের জন্য অনুষ্ঠানের স্টীল ফটোগ্রাফি করেছেন প্রদীপ্ত বসু। শব্দযন্ত্র নিয়ন্ত্রণ এবং শব্দধারণে ছিলেন মার্স গিয়েমবার্কো। মঞ্চ ব্যবস্থাপনা ও অডিটরিয়ামের সাউন্ড সিস্টেমের কার্যকারিতার সর্বোচ্চ ব্যবহার দেখভাল করেন সজীব চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফিজ আল আসাদ। নেপথ্যে থেকে অনুষ্ঠানটিকে সচল রেখেছিলেন সুমু হক, ফ্লারা শুচি, নুরুন্নাহার সুপ্তি, ঈশিতা শামস, ফারহানা ইয়াসমিন গল্প, তানিয়া বুলবুল ও সাজ্জাদ আলী। অনুষ্ঠানের স্বল্পবিরতীতে সুরের ধারা ৬ এর অন্যতম কন্ঠশিল্পী পন্ডিৎ প্রসেনজীৎ দেওঘরীয়ার সম্প্রতি প্রকাশিত গানের অ্যালবাম চলে গেছ তুমি এর নর্থ আমেরিকান সার্কুলেশন উদ্বোধন হয়। পন্ডিৎ দেওঘরীয়া অ্যালবামটির একটি কপি বাংলা টেলিভিশন কানাডার নির্বাহী সাজ্জাদ আলীর হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে নর্থ আমেরিকায় এটির প্রচার কার্যক্রমের সূচনা হয়। সুরের ধারা -৬ অনুষ্ঠানটিকে স্পন্সর করেছেন ফাইনানশিয়াল অ্যাডভাইজার ও মরগেজ কনসালটেন্ট শফিক আহমেদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুর্ব নির্ধারিত সময়ের ১০ মিনিট বিলম্বে সন্ধ্যা ঠিক ৬:১০ মিনিটে অনুষ্ঠান শুরু হয় এবং রাত ৯:৪০ মিনিটে সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানটির নির্বাচিত অংশ শীঘ্রই বাংলা টেলিভিশন কানাডার দর্শকদের জন্য ব্রডকাষ্ট করা হবে। এছাড়াও বাংলা টিভির স্যোশাল মিডিয়া পেজগুলোতে গানগুলো দেখতে পাওয়া যাবে। সুরের ধারা ০৬ সফল করতে নেপথ্যে যে বন্ধুরা সাহস জুগিয়েছেন, যে সব শিল্পীরা গান গেয়েছেন, যন্ত্রসঙ্গত করেছেন এবং যাঁরা শ্রোতা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার কাছে বাংলা টেলিভিশন কানাডা কৃতজ্ঞ। ভাল গান, তৃপ্ত শ্রোতা, শুদ্ধ সংস্কৃতি, বাংলা টিভির প্রতিশ্রুতি -এই লক্ষ্যে পথ চলায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। সংগীতের চর্চ্চা ও বিকাশে যাঁরা সহমত পোষণ করেন, বাংলা টেলিভিশন কানাডা তাঁদের সাথে একযোগে কাজ করবে। সাংস্কৃতিক সুস্থতা বিনির্মাণে আমরা সকলের সাহায্য প্রার্থণা করি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jnzhgG
November 27, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top