যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার হোপ সলো প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। ৩৬ বছর বয়সি এই গোলকিপার বলেছেন, ঘটনাটা ঘটেছিল ২০১৩ ব্যালন ডিঅর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করতে মঞ্চে যাওয়ার আগমুহূর্তে। পর্তুগিজ সংবাদমাধ্যম এক্সপ্রেসোকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটারের বিরুদ্ধে এই অভিযোগ করেন সলো। ২২২ ম্যাচ খেলা সলো বলেন, সেপ ব্ল্যাটার আমার নিতম্ব চেপে ধরেছিল। ৮১ বছর বয়সি ব্ল্যাটার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই অভিযোগ হাস্যকর। বিষয়টা আগে কেন জানাননি- এমন প্রশ্নে সলো বলেন, আমি উপস্থাপনার জন্য স্নায়ুচাপে ভুগছিলাম। আমি ব্যালন ডিঅর উপস্থাপনা করছিলাম। তারপর আমি তাকে (ব্ল্যাটার) দেখতে পাইনি এবং সেটা খারাপ ছিল। আমি তাকে সরাসরি বলতে পারিনি কখনো আমাকে স্পর্শ করবেন না। যেভাবে আমি সব সময় ব্যাপারগুলো সরাসরি নিয়ন্ত্রণ করেছি- বলেন সলো। সম্প্রতি বেশ কিছু নারী হলিউড নির্মাতা হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপরই মূলত আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। দুবারের অলিম্পিক সোনাজয়ী সলো বলেছেন, যৌন হয়রানির এই বিষয়টা নারী ফুটবলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, শুধু হলিউড নয়, এটা আমার কর্মজীবন জুড়েই দেখেছি আমি। গত কয়েক বছর ধরে নারী খেলোয়াড়রা তাদের কলেজ কোচদের সঙ্গে ডেটিং করে এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে করছে, যা অবশ্যই একজন কোচের করা উচিত নয়; বিশেষ করে তরুণ খেলোয়াড়ের সঙ্গে। আমি শুধু কোচদের ক্ষেত্রেই এটা দেখিনি, এটা ট্রেনার, চিকিৎসক এবং আমাদের প্রেস কর্মকর্তাদের ক্ষেত্রেও দেখিছি। আমি এটা লকার রুমের খেলোয়াড়দের মধ্যেও দেখেছি। আমি জানি না, আরো খেলোয়াড় কেন এটার বিরুদ্ধে কথা বলে না। দীর্ঘ ১৭ বছর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্ল্যাটার। দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন এই সুইস ফুটবল কর্তা। ফিফা প্রথমে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল। পরে ব্ল্যাটারের আপিলের পর নিষেধাজ্ঞাটা ছয় বছরে নেমে আসে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন। আর/১২:১৪/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yuYc84
November 12, 2017 at 06:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top