শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া ৩০ হাজার মার্কিন ডলার বেতনের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি সদ্য পদত্যাগ করা বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ৪ হাজার ডলার বেশি বেতন পাবেন বলেই তিনি অস্ট্রেলিয়ায় নিজ বাসভবন থেকে বিসিবির কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এদিকে শ্রীলঙ্কার পত্রিকা লঙ্কা ডিপা, ডি-ভাইনা ও লাকবিমা বলছে, হাথুরুসিংহের কাছে শুধু লঙ্কান বোর্ডই নয়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও তাকে ক্রিকেট একাডেমির কোচ হিসাবে চাইছে। তারাও হাথুরুকে ৩০ হাজার মার্কিন ডলার বেতন দেয়ার প্রস্তাবও দিয়েছে। লঙ্কান মিডিয়া আরও জানিয়েছে, হাতুরু এখন সিদ্ধান্তহীনতায় রয়েছেন। সমান পারিশ্রমিকের প্রস্তাবে কোন বোর্ডের মন জয় করবেন। এদিকে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড বলছে, সমান প্রস্তাব পেলেও হাথুরুসিংহে শ্রীলঙ্কার বোর্ডের দিকেই ঝুঁকে আছেন। বাংলাদেশ চাপ্টার ক্লোজ (বাংলাদেশ অধ্যায়) করে লঙ্কান বোর্ডেই চুক্তিতে সই করবেন হাথুরু। ২০১৪ সালে দায়িত্ব নেয়ার পর চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে দেশে-বিদেশে বেশ ভালো খেলছিল বাংলাদেশ ক্রিকেট দল। গত বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফিসহ বেশ কয়েকটি সিরিজে টাইগারদের স্মরণীয় সাফল্য আসে তার কোচিংয়ে। ফলে আগামী ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে যায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অজ্ঞাত কারণে এতদিন বিষয়টা গোপন রেখেছিল বিসিবি। বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন হাথুরুসিংহে- বৃহস্পতিবার শ্রীলঙ্কান মিডিয়াতে খবরটা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাঙ্গন ও মিডিয়ায় হইচই পড়ে যায়। মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগে কেন পদত্যাগ করলেন হাথুরু? চারদিকে চলছে নানা বিশ্লেষণ। মাসে প্রায় ২৬ হাজার ডলার বেতন, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা তো আছেই। সঙ্গে দলের বিষয়ে বিপুল ক্ষমতা। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট কোচ তিনি। তারপরও লোভনীয় চাকরিটা কেন ছেড়ে দিলেন হাথুরু? এই প্রশ্নটাই যেনো দেশজুরে ঘুরপাক খাচ্ছিলো। শেষ পর্যন্ত জানা গেলো, বিসিবি থেকে ৪ হাজার ডলার বেশি বেতন পাবেন বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দিকেই ঝুঁকে পড়েছেন হাথুরু। সূত্র: জুমবাংলা আর/১২:১৪/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zCy7pe
November 12, 2017 at 06:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top