গোয়া, ১১ নভেম্বরঃ আকাশপথে দূর্ভোগের শেষ নেই। কখনও বিমানকর্মীর বিরুদ্ধে অশালীনতা অভিযোগ, কখনও ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় পাইলটের উড়তে না চাওয়া, এর সঙ্গে নতুন সংযোজন, পাইলটের অসুস্থতা। ঘটনাটি ঘটেছে শনিবার দোহাগামী কাতার এয়ারওয়েজের কিউআর ৫০৭ উড়ানে। শনিবার ভোর ৪ টে নাগাদ তিরুবনন্তপুরম থেকে ছাড়ার পরই হঠাত্ অসুস্ত বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান পাইলট। সেই সময় গোয়ার উপর দিয়ে উড়ছিল বিমানটি। বিমানের কমান্ডার তত্ক্ষণাত্ বিষয়টি গোয়া এটিসিকে জানান। গোয়া এটিসি অবিলম্বে বিমানটিকে নামার ব্যবস্থা করে দেয় সেখানে। সকাল ৭টা নাগাদ ৩টি শিশু সহ ১২৪ জন যাত্রী এবং ৯ জন কর্মী নিয়ে বিমানটি গোয়ার বিমানবন্দরে নামে। পাইলটকে চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2meNDo5
November 11, 2017 at 05:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন