নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ দিল্লিতে জোড়-বিজোড় নীতি চালু করা নিয়ে ফের বিতর্ক। আজ জাতীয় পরিবেশ আদালত (এনজেটি) ছাড়পত্রের পর ১৩ নভেম্বর থেকে দিল্লির রাস্তায় জোড়-বিজোড় চালু হওয়ার কথা ছিল। তবে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, পরিবেশ আদালতের সিদ্ধান্তে রাজি নয় তারা। এবিষয়ে সরকার ফের পরিবেশ আদালতে আবেদন জানাবে। ততদিন পর্যন্ত দিল্লিতে জোড়-বিজোড় নীতি স্থগিত থাকবে।
দিল্লির পরিবহনমন্ত্রী কৈলাশ গেহলট বলেন, ‘বাইক চালানো ও মহিলা চালকদের এনজেটি-র ছাড় না দেওয়ার জেরেই সিদ্ধান্ত প্রত্যাহার করছি আমরা।’
অত্যাধিক দূষণের জেরে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্য়ন্ত দিল্লিতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নীতি চালুর আবেদন জানিয়েছিল দিল্লি সরকার। কিন্তু তাতে আপত্তি জানায় পরিবেশ আদালত। আদালত জানিয়েছিল, প্রত্যেককেই জোড়-বিজোড় নীতি মেনে গাড়ি চলাচল করতে হবে রাজধানীর রাস্তায়। সেক্ষেত্রে মোটর বাইক, সরকারি গাড়ি ও মহিলা চালকরাও এই নীতির আওতায় পড়বে। আর এই সিদ্ধান্তেই আপত্তি দিল্লি সরকারের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zOn4fk
November 11, 2017 at 05:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন