ঢাকা, ১১ নভেম্বর- ৮ উইকেটে রংপুর রাইডার্সকে হারিয়ে বিশাল জয় তুলে নেয় রাজশাহী কিংস। দ্বিতীয়বারের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ঢাকা পর্বে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে আসে রংপুর। তবে ম্যাচের শেষের দিকে বোলাদের আক্রমনাত্বক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর রাইডার্স। তবে ১৩৫ ছোট লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই ভালো করেন ওপেনিং করেতে নামা মুমিনুল হক ও লেন্ডেল সিমন্স। রংপুরের বোলাদের একের পর বাউন্ডারিতে নাজেহাল করেন তাঁরা। দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে যায় এই দুই ব্যাটসম্যান। দারুন ছন্দে খেলছে লেন্ডেল সিমন্স ৫০ বল খেলে ৫৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। সিমন্স রান আউট হলে মাঠে নামেন ম্যালক্লোম ওয়েলার কিন্তু দলকে কিছুই দিতে পারেনি তিনি মাএ ২ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যায়। অন্যদিকে শুরু থেকেই আক্রমনাত্বক ব্যাটিং করছে মুমিনুল হক ৪৪ বল খেলে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন। আপর দিকে মাঠে নেমেই ব্যাটিংয়ে আগুন জ্বালিয়েছে রনি তালুকদার ৪ বল খেলে ১০ রান করে অপরাজিত রয়েছেন তিনি এর আগে রংপুরের হয়ে ওপেন করতে আসেন চার্লস ও এডাম লিথ। আর রাজশাহীর হয়ে বোলিং করে ইনিংস শুরু করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ওভারের তৃতীয় বলটি লং অন দিয়ে খেলতে গিয়ে ওয়েলারের হাতে ধরা পড়েন চার্লস। ফলে দলীয় তিন রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। এরপর জোড়া আঘাত হানেন ফরহাদ রেজা। দলীয় ৩২ রানে লিথ ও ৩৩ রানে মোহাম্মদ মিথুনকে ফেরান এই মিডিয়াম ফাস্ট বোলার। তবে শাহরিয়ার নাফিস কিছুটা প্রতিরোধ করতে চাইলে কেস্রিক উইলিয়ামস তাকে সাজঘরে ফেরান। আউট হওয়ার আগে করেন ৩১ বলে ২৩ রান। থিসারা পেরেরা মাএ ৪ রান করে সাজঘরে ফিরে রাজশাহী কিংস: ১৩৮/ (১৬.৪ ওভার) ব্যাটিং: মুমিনুল হক (৬২*) রনি তালুকদার(১০*) আউটঃ লেন্ডেল সিমন্স,ম্যালক্লোম ওয়েলা, টার্গেটঃ ১৩৫ রাজশাহী কিংসঃ মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, নিহাদ্দুজ্জামান, কেস্রিক উইলিয়ামস, লেন্ডেল সিমন্স, ম্যালক্লোম ওয়েলার। রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরীয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, চার্লস, এডাম লিথ, রবি বোপারা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/১১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yriTSo
November 11, 2017 at 11:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন