নয়াদিল্লি, ১ নভেম্বরঃ ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। বুধবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪.৫০ টাকা বেড়ে ৪৯৫.৬৯ টাকা করা হল। এই নিয়ে ২০১৬ সালের জুলাই মাস থেকে ১৯ বার দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের।
পাশাপাশি, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে সিলিন্ডার প্রতি ৯৩ টাকা। এর ফলে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ৭৪২ টাকা।
অন্যদিকে, বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর দামও ২ শতাংশ বাড়ানো হয়েছে। দিল্লিতে এই জ্বালানির নতুন মূল্য হল কিলোলিটার প্রতি ৫৪,১৪৩ টাকা। আগে এই দাম ছিল ৫৩,০৪৫ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hv0c9W
November 01, 2017 at 09:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন