পুনরায় বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাপন

সুরমা টাইমস ডেস্ক:: বুধবার(০১লা নভেম্বর) আবারও বিসিবির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। আগের দিন হয়ে গেছে পরিচালকদের নির্বাচন। আর পরিচালকদের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বিসিবির প্রেসিডেন্ট হলেন পাপন।

আজ বুধবার বিকেলে নির্বাচিত হওয়ার পর গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পাপন বললেন, ‘গত চার বছর সভাপতি হিসেবে থাকার পর আমার নিজের একটা সিদ্ধান্ত ছিল যে আমি ক্রিকেট বোর্ডে থাকতে চাই পরিচালক হিসেবে, কিন্তু সভাপতি পদে অন্য কেউ এগিয়ে আসুক আমরা সবাই তাকে সাহায্য করবো। আমার মনে হয় এটা ফুলটাইম জব। এখানে পার্টটাইম করার কোনো উপায় নেই। আসলে সারাক্ষণই ক্রিকেট বোর্ড, ক্রিকেট টিম বিশেষ করে যখন খেলা চলতে থাকে তখন ওদের সাথে থাকা, ওদের সমস্ত সুবিধা অসুবিধাগুলো দেখা, সরাসরি জড়িত থাকা দরকার হয়।’ পাপন বলে চলেন, ‘এটা যেহেতু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল আমার জন্য, সময়ের ব্যাপারে।’

কিন্তু পাপন জানালেন, বোর্ডের পরিচালক যারা নির্বাচিত হয়েছেন, এমনকি নতুন আসা দুই পরিচালকও তাকে চাচ্ছিলেন প্রেসিডেন্ট হিসেবে। নিজে সংসদ সদস্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বড় দায়িত্বে আছেন। অনেক কাজ। দেশের সবচেয়ে গ্ল্যামারের সংস্থাটির কাজ তো আর সহজ নয়। নিজেই যা পাপন আগে বললেন। এখন পরিস্থিতি এমনটাই হয়েছে গত কদিন ধরে যে তিনি শেষে ‘না’ করতে পারেননি।

পাপনের কথায়, ‘যদিও এটা কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল। সকলেরই একই কথা। আবারা ওনারা আমাকেই চান। তারা বলেন, আপনিই বলছেন সামনে এটা আরো চ্যালেঞ্জিং, সুতরাং আপনাকেই থাকতে হবে।’ আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না উল্লেখ করে তার সামনের দায়িত্বও যে অনেক বেড়ে গেল সেটাও মনে করিয়ে দিলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট পাপন, ‘এসেছি যখন তখন আবার নতুন করে সাজাতে হবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার শেষ সফরের পর এইটুকু নিশ্চিত যে এখন আমাদের অনেক কিছু নতুন করে চিন্তা করতে হবে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ykqJBv

November 01, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top