রাজ্য জুড়ে নামছে শীতের পারদ, তুষারপাত হল সিকিমেও

কলকাতা, ৩০ নভেন্বরঃ ডিসেম্বর শুরুর আগেই নামছে শীতের পারদ। রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা হাওয়ায় শীতের আমেজটা বেশ টের পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম।

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ভারতের অনেক জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কাশ্মীর থেকে হিমাচল, সর্বত্রই গত সপ্তাহ থেকে বরফ পড়া শুরু হয়েছে। সেই ঠান্ডা হাওয়া ভেসে আসছে এ রাজ্যেও। ফলে পড়ছে পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও পড়েছে। সেখানে এখন ভরা শীত। একই অবস্থা উত্তরবঙ্গেও।

অন্যদিকে, মরশুমের প্রথম তুষারপাত হল দক্ষিণ সিকিমে। বরফে ঢেকে গেছে ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকা। এর আগে অক্টোবরে একবার তুষারপাত হয়েছিল সিকিমে। তবে তা ছিল নামমাত্র। গতকাল রাত থেকে টানা বরফ পড়তে শুরু করেছে। সাদা হয়ে গেছে রাস্তাঘাট। ঠান্ডা ছিলই, তার উপর তুষারপাত। তাই সকাল থেকেই ছাঙ্গুতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j3lzQq

November 30, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top