প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন বলেছেন, শিক্ষকরা হচ্ছেন সমৃদ্ধ জাতি গঠনের হাতিয়ার। মানসম্মত শিক্ষা প্রদান, আলোকিত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আগামীর ভবিষ্যত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে এজন্য তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজের এবং শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করলে জাতি উপকৃত হবে, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।
তিনি শনিবার (২৫শে নভেম্বর) সকালে নগরীর উপশহরে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ৯ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের ডিস্ট্রিক টিম লিডার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর নূর ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন সিনিয়র এডুকেশন অফিসার ইকবাল হোসেন, কামরুল ইসলাম ও আরিফ হোসেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায়, সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রামের আওতায় ৯ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নগরীর দুইটি ভেন্যুতে মোট ৭২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ কর্মসূচি পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে। এতে ৫টি উপজেলায় পরিচালিত এবিএএল মডেল স্কুলের মোট ৩৮২ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন। শিক্ষকদের মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং মডেল স্কুল গঠনের লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AC6bVC
November 27, 2017 at 01:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন