বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে : প্রেসিডেন্ট


সুরমা টাইমস ডেস্ক:: বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়েই ফিরিয়ে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

বিকাল ৪টার দিকে উখিয়া উপজেলার বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।

রোহিঙ্গাদের জন্য একটা নিরাপদ অবস্থান তৈরি করার পর মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করেছেন প্রেসিডেন্ট। এ সময় তিনি কিছুক্ষণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্পের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম ও মেডিক্যাল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।
পরে বিকাল ৫টায় প্রেসিডেন্ট ইনানীতে হোটেল রয়েল টিউলিপে ফিরে যান। প্রেসিডেন্ট সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনীর সিম্পোজিয়াম (আইওএনএস) এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করার কথা রয়েছে।

৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, প্রেসিডেন্ট সোমবার কক্সবাজারের ইনানী বিচসংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়ামের আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zrDarG

November 27, 2017 at 12:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top