সুরমা টাইমস ডেস্ক :: ১০ জন বাংলাদেশীকে বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে কাজ করার দায়ে আটক করেছে ইউকেবিএ। কেবল চলতি নভেম্বর মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক হওয়া ১০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরো বাড়তে পারে।
ব্রিটেনে অবৈধ ভাবে বসবাস ও কাজের অনুমতি ছাড়া কাজ করা এসব কর্মীদের আটকের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও নেয়া হয়েছে আইনী ব্যাবস্থা।
২৪ নভেস্বর টাইল হল লেনের একটি ব্রিটিশ-বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্টে অভিযানে ২০ বছর বয়সী এক বাংলাদেশীকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ উর্ত্তীন ছিল বহু আগে থেকেই। তাকে দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত আটক রাখা হয়েছে।
এদিকে মেইডেনহেডের একটি হাই ষ্ট্রিট রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে চার বাংলাদেশীকে আটক করা হয়েছে। তাদের দুজন ২৭, একজন ৩৩ ও অপরজন ৩৭ বছর বয়সী। ঐ রেষ্টুরেন্টের অপর বাংলাদেশী কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনো মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।
এর আগেও হাওয়েলি নামের ঐ রেষ্টুরেন্ট থেকে চার বাংলাদেশীকে অবৈধভাবে কাজ করার দায়ে আটক করা হয়। প্রতিষ্টানটিকে ইতিমধ্যেই নব্বই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
লন্ডনের ফরেষ্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। মালডনের কারি নাইটস রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে পাচঁ বাংলাদেশীকে আটক করেছে ইউকেবিএ।
যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের আটকে হোম অফিসের চলমান অভিযানের মধ্যে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2k369iw
November 27, 2017 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন