বিশ্বনাথে ইলিয়াস সন্ধানে মিছিল : ফিরিয়ে না দিলে ঘরে ফিরব না : বিএনপি

021বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে ফিরিয়ে না দিলে রাজপথ থেকে নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মিছিলই প্রমাণ করল ইলিয়াস আলীর জনপ্রিয়তা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালেটের মাধ্যমে জনগণ প্রমাণ করবে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের মাটি ইলিয়াস আলীর ঘাঁটি। গতকাল শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে “নিখোঁজ” বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে উপজেলা সদরে মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি ও সিটেল জেলা বিএনপির সহ-সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেরাগ আলী, বিএনপির যুগ্ম-সম্পাদক বসির আহমদ, প্রভাষক মোনায়েম খান, জামাল আহমদ, ইসমাঈল খান, নুরউদ্দিন, আব্দুল ওদুদ আজাদ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, অরংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, রামপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, খাজাঞ্চি ইউনিযন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, বিএনপি নেতা হাজী আব্দুল গণি, আব্দুর রজ্জাক, ইউনুছ আলী মেম্বার, ইরন মিয়া মেম্বার, ফারুক মিয়া, নাজিমউদ্দিন, নুর মিয়া, মৌলানা আবুল বসর মো. ফারুক, আমির আলী মেম্বার, তখদ্দুছ আলী, শানুর আলী, রফিজ আলী, মখলিছ মিয়া, সাদিক মিয়া, খয়রু মিয়া, আব্দুল গণি আনছারী, তজম্মুল আলী, নেছার মিয়া, মানিক মিয়া, তালেব আলী, ওদুদ মেম্বার, আব্দুর রাজ্জাক মেম্বার, শাহিন তালুকদার মেম্বার, আব্দুর রব মেম্বার, সালাম মেম্বার, দুলাল মেম্বার, সফিকউদ্দিন মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, নজরুল ইসলাম হানদু, ফরিদ মিয়া, আব্দুল কবির বাহার, বিএনপি নেতা সাদিকুর রহমান, আনিসুজামান খান, জয়নাল খান, গণি শাহ, সখা মিয়া, মিলন্দর আলী, রইছ আলী, তৈমুছ আলী, সফর আলী, আব্দুল মন্নান, তছির আলী, তোতা মিয়া, আনোয়ার হোসেন, তাজউদ্দিন, সুন্দর আলী, আব্দুস সালাম সুতিন। শ্রমিকদলের আহবায়ক মনির মিয়া, যুগ্ম-আহবায়ক গেদাই মিয়া, মুজেফর আলী, সানুর আলী, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সুরমান খান, যুগ্ম-আহবায়ক কদর আলী, শামীমুর রহমান রাসেল, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, তাজুল ইসলাম, আবু সুফিয়ান, আছকির আলী, আতিক মিয়া, আফিজ আলী, আক্তার হোসেন রিপন, ফজলু মিয়া, দিলাল মিয়া, সাকিব, লাকি, সেবুল মিয়া, সাদিক, সোনা মিয়া, শিশু মিয়া, ফয়জুল ইসলাম, আরিফ আলী, আরফান মিয়া, কদ্দুছ মিয়া, আব্দুল হক, সুপান মিয়া, মুক্তার আলী, তোফায়েল, নূরউদ্দিন, আব্বাস আলী সুমন, সুন্দর আলী, বাবুল মিয়া, আব্দুল মছব্বির, ইসলামউদ্দিন, হাসমত আলী, রমজান আলী, জাহান আলী, জাহেদ আলী, শাহ বাবুল, দিলোয়ার, ফজলু মিয়া, দিলাল মিয়া, আসক আলী, কালন মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক ইউসুফ খান আক্তার, কয়েছ মিয়া, আশিকুর রহমান রানা, তাজউদ্দিন আহমদ কিনু, জোয়াদ আলী, ফয়জুল ইসলাম, ছমির আলী, রায়হান আহমদ, আরিফ আলী, আতিকুর রহমান, আনোয়ার আলী, আরশ আলী, ফঠিক মিয়া, নূরুল ইসলাম, রফিক আলী, সুহেল আহমদ, সাকিল আহমদ, লিলু মিয়া, সালাম, জালালউদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমিরউদ্দিন, শাহজাহান, জিল্লুর রহমান, আজাদুর রহমান আজাদ, আলী হোসেন, আবুল খয়ের, সুলতান খান, আজাদ, আব্দুল মোমিন, এনামুল হক, বাবলিন, হামিদ শিকদার, হিরা মিয়া, মিছবা খান,ওয়াহিদ, রাহিম, জুবেল, দিলোয়ার হোসেন সজিব, দিলোয়ার, ফয়ছল, জসিম, রাজন, ইশবাল, মুন্না, সাগর দেব, আজিজুর রহমান, নুরুল ইসলাম, শাহাবউদ্দিন, নজরুল আমিন, পিয়াল, মোহন আহমদ, ইব্রাহিম, সুজন আহমদ, আব্দুল কাইয়ুম, ফখরুল ইসলাম রেজা, ছুনু মিয়া, শিমুল, ওয়াসিমউদ্দিন, রায়হান, কাওছার, শাহ টিপু, আব্দুস সালাম জুনেদ, হাসান, মামুন, হামিদ, সাইফুল, শিহাব, মাছুম, জুয়েল,শামছুল, রুহুল, রানা।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zOMPcB

November 17, 2017 at 07:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top