চিতোরগড় দূর্গে পর্যটকদের প্রবেশ বন্ধ করল কর্ণি সেনা

জয়পুর, ১৭ নভেম্বরঃ পদ্মাবতী ছবিকে ঘিরে বিতর্ক অব্যাহত। এবার রানি পদ্মীনির বাসস্থান চিতোরগড় দূর্গে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিল কর্ণি সেনার সদস্যরা। এপ্রসঙ্গে চিতোরগড়ের এসপি প্রশান কুমার খানসেরা জানিয়েছেন, সরকারিভাবে এই দূর্গে প্রবেশে কোনও বাধা নেই। যদি কোনও সংগঠন জোর করে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তারজন্যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে পর্যটকদের।

এর আগেই কর্ণি সেনা অভিযোগ তুলেছিল, ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এরপর সংগঠনের তরফে জানানো হয়, তাদের দাবিদাওয়া না মানা হলে চিতোরগড় দূর্গে পর্যটক প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এবার সেইমতোই কাজ করল এই সংগঠন।

এদিকে গতকালের হুমকির পর দীপিকা পাডুকোনের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। সঞ্জয় লীলা বনশালির বাড়িতেও কড়া নিরাপত্তা বসানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yQUwh7

November 17, 2017 at 07:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top