নিজস্ব প্রতিবেদক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ভর্তিচ্ছু পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত টিলায় তিনি ছিনতাইয়ের শিকার হন তিনি। ঘটনার পর চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- দুপুরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত টিলায় ঘুরতে যান ভর্তিচ্ছু ফাহিম মিয়া। তিনি ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসেন। পরবর্তীতে দুই হলের মধ্যবর্তী টিলায় তাকে ছুরিকাহত করে ছিনতাইকারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ জানান- আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। বিষয়টি শোনার পরপরই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। ঐ দিকের টিলাসহ শহীদ মিনার ও ছাত্রী হলের পার্শ্ববর্তী টিলাগুলোতেও নিরাপত্তা প্রহরী ও পুলিশ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AVrjU0
November 16, 2017 at 09:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.