বারাণসী, ১৬ নভেম্বরঃ মোবাইলে ইন্টারেনট থাকলে, আর সেই মোবাইল ছোটরা হাতে নিলেই বড়োরা ইনসিকিউরিটিতে ভোগেন। যদি ভুল করে প্রাপ্তবয়স্কদের কোনো সাইট বা অশ্লীল ছবি বেরিয়ে যায়! এই ভয় থেকে নিস্তার দিতেই একটি অভিনব মোবাইল অ্যাপ আনল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ‘হর হর মহাদেব’ নামে এই অ্যাপটি একবার মোবাইলে ডাউনলোড ও রেজিস্টার হয়ে গেলে যখন কোনো ইউজার আপত্তিকর কোনো সাইট খুলতে যাবেন তখনই অ্যালার্ম হিসেবে বেজে উঠবে কোনো ভক্তিগীতি।
এই অ্যাপ তৈরি করেছেন বিএইচইউ-এর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিজয়নাথ মিশ্র। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের চেষ্টায় এই অ্যাপ তৈরি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা ওয়েবসাইট ব্লকার ও ইন্টানেট ফিল্টারিং পরিসেবা তৈরি করেছি। যাতে প্রত্যেকে নির্ভয়ে ইন্টারনেট সার্ফ করতে পারেন।’ এই অ্যাপের মাধ্যমে প্রায় ৩৮০০টি সাইট দেখা বন্ধ করে দেওয়া গিয়েছে। ইন্টারনেটে হিংসাত্মক ও কুরুচিপূর্ণ বিষয়গুলি যেভাবে ইন্টারনেটে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে এই অ্যাপ আপডেট করা হবে। এখন শুধু হিন্দু ভক্তিগীতি চালানো হলেও পরে অন্যান্য ধর্মগুলির ভক্তিগীতিও চালানোর পরিকল্পনা রয়েছে অ্যাপ নির্মাতার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AL1DZm
November 16, 2017 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন