বিনোদন ডেস্ক ● মিস ওয়ার্ল্ড-২০১৭ বাংলাদেশের জন্য একটু বেশিই গুরুত্ববহন করছে। কারণ প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। কিন্তু আপনি জানেন কী প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড-২০১৭ এ অংশ নিয়েই বাঝিমাত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতা শুরু না হতেই শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও খবরটি কিন্তু কিছুটা সত্য।
কারণ সম্প্রতি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনলাইনেও জনসাধারণের কাছে থেকে ভোট নেওয়া হচ্ছে যে, সাধারণ জনগণের মতে কোন দেশ থেকে মিস ওয়ার্ল্ড-২০১৭ হওয়া উচিত?
অনলাইনে দ্যা গ্রেট প্যাগেন্ট কমিউনিটি ডট কম সুন্দরী প্রতিযোগীদের ভোট দেয়ার জন্য একটি পেইজ চালু করেছে। সেখানে সর্বশেষ ফলাফল অনুযায়ী এখন পর্যন্তও বাংলাদেশের জেসিয়া ইসলাম প্রথম স্থানে অবস্থান করছেন।
চীনে আয়োজিত ৬৭ তম মিস ওয়ার্ল্ড-২০১৭- এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। বিশ্বের ১২০টি দেশ থেকে বিভিন্ন দেশের সুন্দরীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। দ্যা গ্রেট প্যাগেন্ট কমিউনিটি ডট কম পেইজে প্রবেশ করে দর্শকদের যতখুশি ততোবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
১৭ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দর্শকরা ভোট দিতে পারবেন এই পেইজে।
The post ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ এর শীর্ষে বাংলাদেশ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yqF9Aa
November 03, 2017 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন