এসআই হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

শিলিগুড়ি ও দার্জিলিং, ১ নভেম্বরঃ এসআই অমিতাভ মালিকের হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ৩ জন। মঙ্গলবার রাতে অধরা বিমল গুরুংয়ের খোঁজে নাকা চেকিংয়ের সময় দার্জিলিংয়ের পুলবাজার এলাকা থেকে ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শ্যাম কামি, মহেন্দ্র কামি এবং দেওয়াজ লেপচা। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

সিআইডি-র স্পেশাল সুপার অজয় প্রসাদ জানান, ধৃত তিন জনই জিএলপি-র সক্রিয় কর্মী। ১৩ অক্টোবর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিন জনের জড়িত থাকার প্রমাণও পাওয়া গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zp48Ur

November 01, 2017 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top