পর্নো সিডি বিক্রির দায়ে নবীগঞ্জে ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে পর্নোগ্রাফি সিডি বিক্রির দায়ে এক ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সাজন আহমেদ (২৩)। তিনি নবীগঞ্জ উপজেলার দিঘীর পাড় গ্রামের আলেক উদ্দিনের ছেলে।

গতকাল মঙ্গলবার (৩১শে অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এ দণ্ডাদেশ দেন।

তাজিনা সারোয়ার জানান- সন্ধ্যায় সাজনের ব্যবসা প্রতিষ্ঠানে পর্নোগ্রাফি সিডি বিক্রির সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে রাতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z3I2Uz

November 01, 2017 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top