কুমিল্লায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● ‘আয়করের সংস্কৃতি, বাংলাদেশের উন্নতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ৪ দিনব্যাপী আয়কর মেলা আজ বুধবার থেকে শুরু হয়েছে। কর অঞ্চল-কুমিল্লার উদ্যোগে নগরীর নজরুল এভিনিউ এলাকায় কর ভবন প্রাঙ্গণে কপোত ও বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

কর অঞ্চল-কুমিল্লার কমিশনার ও মেলা উদযাপন কমিটির আহবায়ক সামস্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, আয়কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা।

মেলার ব্যতিক্রমী আয়োজন ‘আয়কর জাদুঘর’ প্রদর্শনী। এর মাধ্যমে আয়করের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এছাড়া রয়েছে আয়কর তথ্য ও পরামর্শ কেন্দ্র, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও মহিলা কর দাতাদের জন্য পৃথক পৃথক স্টল। মেলার স্টলগুলোতে ছিল উপচেপড়া ভীড়।

The post কুমিল্লায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2A025SO

November 01, 2017 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top