সুরমা টাইমস ডেস্ক:: বিপিএলের টিকিট কালোবাজারে মিলছে অধিক দামে। বুধবার টিকিট বিক্রি নিয়ে পুলিশের সাথে দর্শকের সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয় টিকিট বিক্রি, টিকিট বিক্রির বন্ধের পর সাংবাদিকরা বিক্রয় কারীদের সাথে কথা বলতে চান। এসময় সাংবাদিকদের সাথে কথা বলবেন না জানিয়ে বিক্রয়কারীরা দৌড়ে গিয়ে একটি রুমে আশ্রয় নেন।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া ভবনের দ্বিতলায় এই তুলকালাম কান্ড ঘটে। টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা হামলা চালান ক্রীড়া ভবনে। এরপর টিকিট বিক্রি বন্ধ হলে সাংবাদিকরা কথা বলতে চান বিক্রয়কারীদের সাথে। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী জানান, বিক্রয়কারী টিকিট নিয়ে কথা বলবেন না। সাংবাদিকরা বিক্রয়কারীদের প্রধান জুয়েলকে পেয়ে টিকিট নিয়ে কথা বলতে বলেন। কি পরিমান টিকিট বিক্রি করা হচ্ছে তা জানতে চান তাঁরা।
এসময় তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে অনেকটা দৌড়েই আশ্রয় নেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিমের রুমে। সাংবাদিকরা তার পিছনে পিছনে সেখানে গেলে তিনি পাশের একটি বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ থাকার পর জুয়েল গোপনে সেখান থেকে সটকে পড়েন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে টিকেট বিক্রির কথা থাকলেও এর আগেই কয়েক হাজার টিকেট কালোবাজারিদের হাতে চলে যায়। shohoz.com, surjomukhi.com.bd, gadgetbangla.com এই তিনটি ওয়েবসাইটেও গতকাল মঙ্গলবারও আগেভাগেই টিকেট ছাড়া হয়। সাধারণ মানুষ কিছু জানার আগেই একটি চক্র সেসব টিকেট উচ্চমূল্যে বিক্রির জন্য আগেভাগেই কিনে রাখে।
এদিকে দর্শকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পেলেও কালোবাজারে টিকিট মিলছে। এমনকি স্টেডিয়ামের ভেতরেই টিকিট বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকা প্রবাসী ভেতর থেকেই টিকিট সংগ্রহ করেন বলে জানিয়েছেন। এসময় তিনি তাঁর হাতে থাকা দু’টি টিকিটও সাংবাদিকদেরকে দেখান।
অনেক দর্শকই কালোবাজার থেকে অতিরিক্ত দামে টিকিট কিনছেন জানিয়ে বলেন, লাইনে এসে টিকিট পাচ্ছেন না। কিন্তুু কালোবাজারে টিকিট যাচ্ছে কেমনে? বিয়ানীবাজার থেকে টিকিট কিনতে আসা রিপন আহমদ বলেন, লাইনে অল্প টিকিট দেওয়া হচ্ছে। একজন পাচ্ছেন একটি টিকিট। কিন্তুু কালোবাজারে একজন ৭/৮ টি টিকিট বিক্রি করছেন কেমনে? সাধারণ গ্যালারীর ২শ টাকার টিকিট তিনি কালোবাজার থেকে কিনেছেন ১ হাজার টাকা দামে এমন তথ্য জানিয়ে বলেন, আমরা সাধারণ দর্শকদের সাথে এমন অনৈতিক কাজ মেনে নেওয়া যায় না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gSRtOh
November 01, 2017 at 11:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.