প্রথমবারের মতো হিজাব পরা বার্বি ডল তৈরি করা হয়েছে অলিম্পিকে অংশগ্রহণকারী আমেরিকার ক্রীড়াবিদের সম্মানে। ইবতিহাজ মুহাম্মাদ, একজন ফেন্সার বা তলোয়ারবিদ। তিনি প্রথম আমেরিকান মুসলিম নারী যিনি হিজাব পরে গত বছরের রিও অলিম্পিকসে অংশ নিয়েছিলেন এবং ব্রোঞ্জ মেডেলও জয় করেছেন। আমেরিকার খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল তার আদলে তৈরি হিজাব পর বার্বি ডল নিয়ে আসছে বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। ইবতিহাজ বলেছেন, তার শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল এর আগে যেসব খেলনা তৈরি করতো তা নিয়ে সামলোচনাও হতো। সমালোচকদের বক্তব্য এ প্রতিষ্ঠানটির তৈরি বার্বি ডল বেশিরভাগই চিকন ও যৌনতাসূচক। কিন্তু এখন ম্যাটেল বলছে তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন নারী ব্যক্তিত্বের আদলে বার্বি ডল তৈরি করবে যা মেয়েদের অনুপ্রাণিত করবে, খেলা বা সাংস্কৃতিক অঙ্গনে কিছু করে দেখানোর কথা ভাববে। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/২০:৪৮/১৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zLnl03
November 16, 2017 at 02:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন