নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ দিল্লির দূষণ নিয়ন্ত্রণের পথ খুঁজতে আলোচনায় বসলেন দিল্লি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী। দিল্লিতে যানবাহন দূষণের পাশাপাশি প্রতিবেশী হরিয়ানা ও পঞ্জাবের কৃষকদের ক্ষেত পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়া রাজধানীর বাতাসকে দূষিত করে তুলছে। এই সমস্যা নিয়েই প্রতিবেশী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর আলোচনা চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লিকে কীভাবে দূষণমুক্ত করা যায়, তা নিয়ে বুধবার বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল ও মনোহর লাল খাট্টার। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে তাঁর কিছু করার নেই। কেজরিওয়ালকে কেন্দ্রের সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন পঞ্জাব সরকার।
এদিন সকালেই চণ্ডীগড়ের বিমানবন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রী খাট্টারের বাসভবনে পৌঁছন কেজরিওয়াল। সেখানেই বৈঠক করা হয়। বৈঠক শেষে কেজরিওয়াল জানিয়েছেন, দু-পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এদিকে, খাট্টার জানিয়েছেন, দিল্লি দেশের রাজধানী। সমস্যা সমাধানে সকলকে সচেষ্টা থাকা উচিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jsVMV0
November 15, 2017 at 08:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন