নর্দান আয়ারল্যান্ড ৩২ বছর পর আবারও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল। তবে ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের প্রথম লেগে বিতর্কিত এক গোলে সুইজারল্যান্ডের কাছে হেরে সেই স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল দলটির। ঘরের মাঠে স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডের রেকর্ড দুর্দান্ত। জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের আগের চার ম্যাচে কোন গোল খেয়নি দলটি। সেই আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠে খেলতে নামে দলটি। শুরু থেকেই সুইজারল্যান্ডের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে সুইজারল্যান্ডও গোলের সুযোগ সৃষ্টি করলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে গোলের দেখা পায় সফরকারী দলটি। স্টোকসিটির তারকা শাকিরির ভলি ডি বক্সে আয়ারল্যান্ডের মিডফিল্ডার কোরি এভানসের কাঁধে লাগে। তবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি অভিদি হেটগান। আর বিতর্কিত এই স্পট কিক থেকে গোল করে সুইজারল্যান্ডকে জয় এনে দেন রিকার্ডো রদ্রিগেজ। বাকি সময় গোল পরিশোধে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি স্বাগতিক দলটি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী সুইজারল্যান্ড। এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল শাকিরিরা। আগামী রোববার নিজেদের মাঠ বাসেলে ফিরতি লেগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। এদিকে দিনের অপর ম্যাচে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে উঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/১০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AzDQMK
November 11, 2017 at 12:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন